স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলায় দুই চাল ব্যবসায়ীর গোডাউন থেকে ২শ ৬৭ বস্তা সরকারী চাল জব্দ করেছে পুলিশ। ২৮ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভেদরগঞ্জ বাজার থেকে এ সব সরকারী চাল জব্দ করা হয়। তবে বস্তা গুলোতে সরকারী কোন সিল বা লগো না থাকায় চাল গুলো সরকারী কোন প্রকল্পের তা এখনো সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে তদন্তের জন্য উপজেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ এবং ভেদরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান ভেদরগঞ্জ বাজারের দুটি দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় ভেদরগঞ্জ বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাওলাদারের মেসার্স হাওলাদার স্টোরের গোডাউন থেকে ১শ ১২ বস্তা এবং আফজাল হোসেনের মেসার্স আফজাল এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১শ ৫৫ বস্তা মোট ২শ ৬৭ বস্তা সরকারী চাল জব্দ করা হয়। এদিকে ঐ দুইজন চাল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য ভেদরগঞ্জ থানায় আনা হয়েছে। গোডাউনের মালিক আফজাল বেপারী এবং গিয়াস উদ্দিন হাওলাদার বলেন, এগুলো কোন সরকারী চাল নয়। বিভিন্ন মোকাম থেকে এ চাল গুলো কিনে আনা হয়েছে। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ বলেন, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভেদরগঞ্জে ২শ ৬৭ বস্তা সরকারী চাল জব্দ
এপ্রিল ২৯, ২০১৮ , ১৯:৩৭
আপনার মন্তব্য