
শাহাদাত হোসেন হিরু
শরীয়তপুরের ভেদরগঞ্জে ৫শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।
রবিবার রাত ৫টার দিকে ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর বাজারের ব্রিজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাকিল হাওলাদার (২৪), আবদুল মান্নান (২৬), কালু মুন্সি (৩৫) এবং নুরুল আমিন (২৫)।
এ বিষয় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, রবিবার রাতে আমার মাদক অভিযানের টহল টিম গোপন সংবাদের ভিক্তিতে কার্তিকপুর বাজারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালিন সময় ৪জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওসি মোঃ নজরুল ইসলাম আরও বলেন, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা শরীয়তপুর, চট্টগ্রাম ও বরিশাল জেলার বাসিন্দা। তারা সখিপুর আলুর বাজার ফেরী ঘাট দিয়ে পার হয়ে শরীয়তপুর যাচ্ছিল। আমাদের আতিথিয়তা শেরে তাদেরকে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য