
ভেদরগঞ্জ থেকে শাহাদাৎ হোসেন হিরু,
অতিরিক্ত বর্ষণের কারণে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কটি যাতায়াতের অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কটির অবস্থা এতোটাই খারাপ যে, যাত্রীদের পায়ে হেঁটে চলাচল করাও সম্ভব নয়। সকল যাত্রীদেরকে যানবাহনে চলাচল করতে হয়।
অপরদিকে, সড়কটি ভাঙ্গা থাকার কারণে অনেক যানবাহন যেতে চায় না। সেই ক্ষেত্রে অনেক ভাড়া গুনতে হয় যাত্রীদের। এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না।
ভেদরগঞ্জ হাসপাতালে যাওয়ার একমাত্র সড়ক এটি। এই সড়কের পাশে রয়েছে ডাক-বাংলো ও উপজেলা সহকারী ভূমি কমিশনারের কার্যালয়, রামভদ্রপুর ইউনিয়ন তহসিল অফিস, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এই সড়ক দিয়ে প্রতিদিন ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াত করে।
সড়কের বেহাল দশা সম্পর্কে স্থানীয় সাইদুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, কতো রাস্তাই তো ঠিক হয়, কিন্তু আমাদের এ রাস্তাটা ঠিক হচ্ছে না। ৩ বছর ধরে এভাবেই পড়ে আছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াতকারী রনি মুন্সী বলেন, এলাকার মানুষের জন্য এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কের পাশেই রয়েছে ভেদরগঞ্জ সরকারি হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসে। অপারেশনের রোগীও আসে। তারা জীবনের মারাত্মক ঝুকি নিয়ে এই ভাঙ্গা সড়ক দিয়ে হাসপাতালে আসেন। ‘প্রচণ্ড ঝাঁকুনি খেতে খেতেই চলাচল করতে হয় তাদের।
এ বিষয় ভেদরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আক্তার হোসেন জানান, ভারি বৃষ্টির কারণে ডাক-বাংলোর মোড় থেকে পলিটেকনিক কলেজ পর্যন্ত পানি জমে নানা খানা খন্দকের সৃষ্টি হয়েছে। তবে জনস্বার্থে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে পাঠিয়েছি।
আপনার মন্তব্য