মিতালী সিকদার
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার মডের হাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।
১০ জুন ররিবার রাত আনুমানিক আড়াইটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকান গুলোতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
ডামুড্যা ফায়ার সার্ভিস এবং বাজারের ব্যবসায়ীরা জানান, অগ্নিকান্ডে মেসার্স দীলিপ ফার্মেসী, হানিফ মুদি স্টোর এবং মালেকের রিক্সার গ্যারেজটি পুড়ে গেছে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ সিরাজুল ইসলাম বলেন, রাত আনুমানিক আড়াইটার সময় খবর পাই। রাত ৩টার সময় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই। ততোক্ষণে বাজারের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন ব্যবসায়ীর আনুমানিক প্রায় ১২ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মন্তব্য