স্টাফ রিপোর্টার
রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
২ সেপ্টেম্বর, রবিবার রাত ১০টার দিকে মতিঝিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- চালক রিপন গাজী (৩১) ও আরোহী জানে আলম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে করে দুই আরোহী যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, তাদের মোটর সাইকেলটিকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যান। নিহত ব্যক্তিদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া ট্রাক ও তার চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আপনার মন্তব্য