
কক্সবাজার প্রতিনিধি
দৈনিক জনকন্ঠ পত্রিকার মহেশখালী প্রতিনিধি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সাংবাদিকতার কার্ড দিবে বলে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। আর এ অভিযোগটি করেছেন অনলাইন টিভি চ্যানেল ডিএসটিভি খবরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানজিদা আক্তার।
অভিযোগে জানা যায়, দৈনিক জনকন্ঠ পত্রিকার মহেশখালী প্রতিনিধি আব্দুর রাজ্জাককে মৌখিক ভাবে অনলাইন টিভি চ্যানেল ডিএসটিভি খবরের কক্সবাজার প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় আব্দুর রাজ্জাকের কিছু সংবাদ সম্প্রচার করেন। এই সুযোগে আব্দুর রাজ্জাক ডিএসটিভি খবরের সাংবাদিকতার কার্ড করে দিবে বলে চট্টগ্রাম, কক্সবাজার এবং টেকনাথ এলাকার অনেক লোকের কাছ হতে মোটা অংকের টাকা ঘুষ নেয়।
এই সংবাদ জানার পর আব্দুর রাজ্জাককে তাৎক্ষণিক ভাবে ডিএসটিভি খবর থেকে বহিস্কার করা হয়। এতে আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিএসটিভি খবর সম্পর্কে বিভিন্ন ধরণের অপপ্রচার চালাতে থাকেন।
এ ব্যাপারে দৈনিক জনকন্ঠ পত্রিকার মহেশখালী প্রতিনিধি আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে এলাকায় পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ডিএসটিভি খবরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানজিদা আক্তারের সাথে আলাপ কালে তিনি বলেন, আব্দুর রাজ্জাককে মৌখিক ভাবে মহেশখালী প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য অনুমতি দিয়েছিলাম এবং তাকে সমাজে পরিচয় করার জন্য তার কয়েকটি লাইফ প্রোগ্রাম করেছিলাম। সেই সুবাদে সে ডিএসটিভি খবরের সাংবাদিকতার কার্ড করে দিবে বলে চট্টগ্রাম, কক্সবাজার এবং টেকনাথ এলাকার অনেক লোকের কাছ হতে মোটা অংকের টাকা নিয়েছে। যার প্রমান আমাদের কাছে রয়েছে। আমার তাৎক্ষণিক ভাবে তাকে বহিস্কার করেছি। ডিএসটিভি খবরের সুনাম নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিএসটিভি খবর সম্পর্কে বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি।
আপনার মন্তব্য