মাগুরা প্রতিনিধি
মাগুরায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পরই ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার রাতে ভুল চিকিৎসায় বীথি সরকারের মৃত্যু হয়।
তার মৃত্যুর পর দোষীদের বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্ত করে দেখা হবে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে গর্ভবতী বীথি সরকারকে মাগুরা শহরের বেসরকারি শারমিন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর অস্ত্রোপচারের জন্য তার শরীরে ইনজেকশন পুশ করা হয়। তারপর থেকে বীথি সরকারের দেহ নিস্তেজ হয়ে যেতে থাকে।
বিথীর বোন অভিযোগ করেছেন, তার বোন গর্ভবতী বীথিকে সিজার করানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সেখান তাকে গায়ে স্যালাইন ও ইনজেকশন পুশ করা হয়। এরপর চার-পাঁচজন অপারেশন থিয়েটার থেকে বের হলেও তাদের কিছু জানানো হয়নি।
পরে তারা জানান, রোগীর সমস্যা সমস্যা হয়েছে। তাকে ফরিদপুর নিতে হবে। একপর্যায়ে বীথির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পাঠিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনার ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন রোগীর স্বজনেরা।
মাগুরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ দাস বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, তাকে (বীথি) আমরা ইমার্জেন্সিতে পাই। এখানে আসার আগেই সে মারা গেছে।
এদিকে, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
জানা গেছে, ঘটনার পর পরই ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা ক্লিনিক ছেড়ে পালিয়ে যান।
সম্প্রতি, নানা অনিয়মের অভিযোগে শারমিন ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।
আপনার মন্তব্য