স্টাফ রিপোর্টার
ভেদরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ। তারই ধারাবাহিকতায় সাঁড়াশি অভিযান শুরু করেছে ভেদরগঞ্জ থানার পুলিশ। আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে অভিযানের শুরুতেই গত রবিবার রাতে ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের বাশতলায় গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে হেনা বেগম (৩৫) কে আটক করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী হেনা বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়া সুজন পেদা (২৯) এবং রাজন হাওলাদার (২৪) নামের দুজনকে চার পিচ ইয়াবাসহ আটক করে দুজনকেই ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত ১শ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন। পরের দিন সোমবার নারায়ণপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী শুক্কুর কবিরাজ (৩৪) কে পাঁচ পিচ ইয়াবাসহ সাজনপুর এলাকা থেকে আটক করেন। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১শ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ মুঠোফোনে বলেন, ভেদরগঞ্জ থেকে মাদক নির্মূল করা আমার একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা করলে আবশ্যই এ এলাকাকে মাদক মুক্ত করতে পারবো।
মাদকমুক্ত ভেদরগঞ্জ গড়তে সহযোগীতা চাইলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মে ২৮, ২০১৮ , ০০:১৪
আপনার মন্তব্য