
স্টাফ রিপোর্টার
একটানা দুই মাস মা ইলিশ রক্ষার্থে গণসচেতনতা মূলক সভা করেছে শরীয়তপুরের জাজিরাবাসী। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবার হোসেন অপু’র সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষার্থে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। সেই কর্মসূচীর অংশ হিসেবে জাজিরা উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন পদ্মানদী বেষ্টিত ৭টি ইউনিয়নের ৮টি পয়েন্টে গণসচেতনতা মূলক আলোচনা সভা করেছে। তারই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর পূর্ব নাওডোবা ইউনিয়নের সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাটে গণসচেতনাত মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর এই ধারাবাহিকতা বজায় রাখতে ২৯ সেপ্টেম্বর জাজিরা ইউনিয়নের দূর্বাডাঙ্গা বাজারে, ৩০ সেপ্টেম্বর নাওডোবা ইউনিয়নের নাওডোবা বাজারে, ২ অক্টোবর বড় কান্দি ইউনিয়নের দূর্গার হাটে, ৪ অক্টোবর বিলাশপুর ইউনিয়নের কাজিয়ার চর বাজারে গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব চৌকিদার, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন মৎস্যজীবী, নৌকা ও বোর্ট মালিক, জেলে, মাছ ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ সকল শ্রেণী পেশার লোকজন প্রধানমন্ত্রী ও এমপি’র কাছে শপথ করেন, ‘মা ইলিশ রক্ষার অভিযান চলাকালিন আমরা কোন ইলিশ ধরব না, বাজারজাত করব না, কাউকে ইলিশ ধরতে দেবো না, সরকারের এই মহৎ উদ্দেশ্য কেউ ব্যাহত করতে চাইলে তাকে বাঁধা প্রদান করিব’। এ সময় বক্তারা বলেন, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আগামী ৯ অক্টোবর থেকে ২০-২২ দিন মা ইলিশ রক্ষা করতে পারলে সারা বছর আমরা ইলিশ খেতে পারব। প্রজনন মৌসুমে একটা মা ইলিশ দুই কোটিরও বেশী ডিম দেয়। একটা মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে আবারও দুই কোটি ইলিশ পাব। প্রধানমন্ত্রী মা ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন। শরীয়তপুরের জাজিরার গণমানুষের নেতা ইকবাল হোসেন অপু এমপি মা ইলিশ রক্ষায় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের দায়িত্ব শুধু প্রধানমন্ত্রী ও এমপিকে সহায়তা করা।
আপনার মন্তব্য