সংলাপ ৭১.কম বিনোদন ডেক্স থেকে শামীম আরা শিলা
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ১১ বছর ধরে শোবিজে। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অনেক নাটক ও বিজ্ঞাপনে। তবে, তৃপ্তির জায়গা ছিল অপূর্ণ। এবার পেল পূর্ণতা। অভিনয় করলেন- নিজের স্বপ্নের মতো একটি চরিত্রে। বাংলাদেশের গর্বের ইতিহাস মুক্তিযুদ্ধ গল্পের কোনো কিছুতে অভিনয় করা হয়নি। এবার সে সুযোগ হয়েছে এ তারকার।
মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ছয় পর্বের নাটক ‘অপ্রকাশ’ এ অভিনয় করলেন বাঁধন। নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকে বাঁধনকে উম্মে কুলসুম কলি নামে কলেজছাত্রীর চরিত্রে দেখা যাবে।
এতে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘প্রথমবার দারুণ একটি কাজ করেছি। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। এতদিন মিডিয়া আমাকে দিয়েছে, এখন আমি মিডিয়াকে কিছু দিতে চাই। এতে বাঁধনের বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। নাটকটি আজ থেকে দীপ্ত টিভিতে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।
আপনার মন্তব্য