সংলাপ ৭১ বিনোদন রিপোর্টার
নিজের অভিনীত ভালোলাগার বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছেন চিত্রনায়িকা আইরিন। পাঁচটি চলচ্চিত্রের কাজ এ অভিনেত্রী পুরোপুরি শেষ করে দিয়েছেন। আর সেসব চলচ্চিত্রেরই মুক্তির অপেক্ষায় আছেন তিনি। চলচ্চিত্রগুলো হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্র্র ছায়া’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাইফ চন্দনের ‘টার্গেট’ ও অনন্য মামুনের ‘আহারে জীবন’। পাঁচটি চলচ্চিত্রের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আইরিন। তিনি বলেন, মুক্তি প্রতীক্ষিত পাঁচটি চলচ্চিত্রেরই কাজ পুরোপুরি শেষ। এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এগুলো মুক্তির। কারণ একজন শিল্পী হিসেবে শুধু দিনের পর দিন শুটিংই করে গেলাম, কিন্তু চলচ্চিত্রগুলো মুক্তি পেলো না, বিষয়টি তো আমার জন্য চরম অশান্তির।
দর্শকতো আমার অভিনীত চলচ্চিত্রগুলো পর্দায় দেখতে চান। তাই চলচ্চিত্রগুলো যাদের তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে শিগগিরই এগুলো মুক্তি দেয়ার উদ্যোগ নেয়ার জন্য। এদিকে আজ আইরিনের জন্মদিন। নিজের মতো করেই কাটবে এবারের দিনটি। প্রসঙ্গত, আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘টাইম মেশিন’, আলভী আহমেদের ‘ইউটার্ন’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, এস এ হক অলীকের ‘এক পৃথিবী প্রেম’, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘শেষ কথা’, আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ ও আকাশ আচার্যের ‘মায়াবিনী’।
আপনার মন্তব্য