ময়মনসিংহ প্রতিনিধি
পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক। আর সেই খবর শুনে একইভাবে আত্মহত্যা করেছেন প্রেমিকাও। মঙ্গলবার এ ঘটনা ঘটে। তারা হলেন- উপজেলার নাওগাঁও ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে পলাশ (১৮) ও রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইটের প্রবাসী নূরুল ইসলামের মেয়ে আরিফা খাতুন (১৮)। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, পলাশের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আরিফার মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
স্থানীয় সূত্র জানান, তারা দু’জনই পলাশীহাটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। পলাশ পাস করলেও আরিফা ফেল করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও পলাশের পরিবার তা মেনে না নেওয়ায় সকালে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ খবর শুনে দুপুরে আরিফাও আত্মহত্যার পথ বেছে নেন।
আপনার মন্তব্য