রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে পৃথক অভিযানে বোমা ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার ও ইসলামি ছাত্র শিবিরে দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরের সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রবাস এবং ডাঁশমারি এলাকায় পুলিশ এ দুই অভিযান চালায়। গ্রেপ্তাররা হলেন ইসমাইল হোসেন সিরাজী (২০) ও শাকিব হোসেন রাজিব (২৩)। পুলিশ জানায়, গ্রেপ্তার ইসমাইল রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আহ্বায়ক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায়।
এছাড়া, শাকিব হোসেন রাজিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং রাবির জোহা হলের ছাত্র শিবিরের সভাপতি বলেও পুলিশ জানিয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাধুর মোড় এলাকার অর্কিড ছাত্রবাসে অভিযান চালানো হয়। ছাত্রবাসের নিচতলায় ১০২ নং রুমে অভিযান চালিয়ে ছাত্র শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার রুমে তল্লাশি চালিয়ে ৩টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন সিরাজী জানিয়েছেন তিনি নগর ছাত্রশিবিরের আহ্বায়ক। মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় তার বাড়ি। পুলিশের কাছে সংবাদ ছিল গ্রেপ্তারকৃত শিবির নেতা ইসমাইল হোসেন সিরাজী অর্কিড ছাত্রবাসে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিল।
এদিকে, নগরের মতিহার থানার ডাঁশমারি এলাকায় অভিযান চালিয়ে ইসলামি ছাত্র শিবিরের নেতা শাকিব হোসেন রাজিবকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়, বলেন মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান।
আপনার মন্তব্য