লক্ষীপুর প্রতিনিধি
লক্ষীপুরে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় তরুন সাংবাদিক শাহ মনির হোসেন পলাশকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
আর এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি.এম.এস.এফ)’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট এবং মহাসচিব আহমেদ আবু জাফর।
তারা হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় সাংবাদিক শাহ মনির হোসেন পলাশকে স্থানীয় আবু ইউসুফ এবং আবু সাইয়েদ’র নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার ওপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হলে প্রথমে মাইজদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে আনার পথে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য