স্টাফ রিপোর্টার
শিশুদের রোগ প্রতিরোধ সহায়তায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর শনিবার ৬-৫৯ মাস বয়সী ২ কোটি ২১ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুরা স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাবে। একটি শিশুও বাদ যাবে না। এজন্য ফেরিঘাট, লঞ্চঘাট, বাসস্টেশন, রেলস্টেশন, বঙ্গবন্ধু সেতু, দাউদকান্তি সেতু, মেঘনাসেতুসসহ অন্যান্য অস্থায়ী কেন্দ্রের মাধ্যমেও এ ক্যাপসুল খাওয়ানো হবে।
শিশুদের রোগ প্রতিরোধ সহায়তায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী প্রায় ২৬ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল। প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আপনার মন্তব্য