
স্টাফ রিপোর্টার
মহামারী করোনার হাত থেকে বাঁচতে শরীয়তপুর জেলাকে লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ প্রশাসনের কতিপয় দায়িত্বশীল কর্মকর্তারা এসে শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন।
এসময় জেলা শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখতে নির্দেশ দেন পুলিশ প্রশাসন।
তারই প্রেক্ষিতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে গেছেন। এদিকে রাস্তায় লোক জনের সংখ্যা কমে গেছে। একান্ত প্রয়োজন ছারা কোন লোক বাসা থেকে বের হচ্ছে না।
দূর পল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় ভাবে দু একটা যানবাহন চলাচল করছে। সব মিলিয়ে শরীয়তপুর শহরের মানুষের মনে একটা আতংক বিরাজ করছে।
জেলার কোথাও জনসমাগম না ঘটে সে লক্ষে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ প্রসাশন এবং সেনাবাহিনী।
এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। হোম কোয়ারেন্টাইন হতে মুক্ত হয়েছেন ২শ ৬২ জন। জেলায় এখন মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩শ ৫৫ জন।
এদিকে নড়িয়া উজেলায় ইতালি প্রবাসী বেশি হওয়ায় সেখানেও বেশ গুরুত্বের সাথে সেনাবাহিনীর টিম কাজ করছে। পাশাপাশি সকলকে অপ্রয়োজনে বাসা থেকে বের না হতে নিষেধ করেছে সেনাবাহিনী।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সর্ম্পকে মাইকিং করা হচ্ছে প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে।
এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে।
আপনার মন্তব্য