
নড়িয়া প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত পিসিভি থেকে দুই ডোজ ভ্যাকসিন চালুর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় প্রধান ভতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ.কে.এম এনামুল হক শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ইকবাল আর্সালান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সোহেল পারভেজ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন এবং নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রারী।
ওরিয়েন্টেশন সভাটি পরিচালনা করেছেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ড মোঃ মোজাম্মেল হক।
আপনার মন্তব্য