
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের ইতালী প্রবাসী স্বামী-স্ত্রী এবং ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ১ জন মোট তিনজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সন্দেহে আইইডিসিআর এর মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে।
তবে সুখের খবর হলো এই যে, নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের প্রবাসী স্বামী-স্ত্রী দু’জনেরই করোনা ভাইরাস ধরা পরেনি। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
এবং ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের মোঃ মনির মান্দের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছায়নি। রিপোর্ট বের হলে জানা যাবে মনির মান্দের অবস্থান।
কোয়ারেন্টাইনে রাখা এই দুজনের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগ কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান।
উল্লেখ্য, নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের পুরান হাটখোলা গ্রামের ইতালী প্রবাসি ইলিয়াস মাঝী গত ১৩ মার্চ দেশে আসেন এবং হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এরই মধ্য তার এবং তার স্ত্রী রোজীর মধ্যে করোনা ভাইরাসের লক্ষন সর্দি, জ্বর, কাশি, বমিসহ বেশ কয়েকটি উপসর্গ দেখা দেয়ায় তারা নিজেরাই আইইডিসিআরকে জানান। তখন ডাঃ রাব্বানী নড়িয়ার দুজন ও ভেদরগঞ্জের একজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যান।
২৬ মার্চ পরীক্ষা শেষে নমুনার রিপোর্ট স্বাস্থ্য বিভাগ জানানো হয়। রিপোর্টে বলা হয় নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের প্রবাসী স্বামী-স্ত্রী দু’জন করোনা ভাইরাস আক্রান্ত নয়।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ এস.এম আবদুল্লাহ আল মুরাদ বলেন, আইইডিআর জরুরী হেল্প লাইনে খবর পেয়ে ২৪ মার্চ সকালে আইইডিসিআর থেকে বিশেষজ্ঞ টীম এসে নমূনা সংগ্রহ করে পরীক্ষাগারে নিয়ে গেছে। একদিন পর আইইডিসিআর আমাদের রিপোর্ট পাঠায়, সেখানে রিপোর্ট নেগেটিভ আসে এবং তারা অনেকটা সুস্থ্যতা অনুভব করছেন। আর ভেদরগঞ্জের মনির মান্দের রিপোর্ট এখনো আসেনি। রিপোর্ট আসলে জানা যাবে তার কি অবস্থা।
আপনার মন্তব্য