মোঃ নাসির খান
শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। মেছো বাঘটি অসুস্থ্য ছিলো। ৩০ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার চরভাগা ইউনিয়নের প্রধানীয়া কান্দি গ্রামের বাসিন্দা হযরত আলী মালের ধানক্ষেত থেকে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়। পরে বাঘটিকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
হযরত আলী মাল বলেন, সকালে ক্ষেতে ধান কাটতে গিয়ে তিনি বাঘটি দেখতে পান। অসুস্থ থাকার কারণে বাঘটি চলাচল করতে পারছিল না। এ সময় স্থানীয়দের সহায়তায় বাঘটিকে উদ্ধার করে জনাল মন্দির বাড়িতে নিয়ে আসি। পরে সখিপুর থানায় খবর দিলে পুলিশের মাধ্যমে বাঘটি ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ বলেন, মেছো বাঘটিকে প্রশাসনের হেফাজতে নিয়ে নড়িয়ার চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। আপাতত সেখানকার কর্তৃপক্ষ বাঘটিকে রক্ষণাবেক্ষণ করবেন।
আপনার মন্তব্য