
স্টাফ রিপোর্টার
কোন নতুন মুখ ছাড়াই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত হয়। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা হয়।
শরীয়তপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম তপাদার, জাজিরা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী শিকদার, নড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবীর, ডামুড্যা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আলমগীর হোসেন মাঝি, গোসাইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন দলীয় মনোনয়ন পেয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আ.লীগ প্রার্থিতা নিয়ে মাঠে থাকলেও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নেই। তবে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা মাঠে রয়েছেন। তারা তাদের মতো করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আপনার মন্তব্য