
জান্নাতুল শাহানাজ
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু’র পক্ষ থেকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
৫ আগষ্ট সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মোঃ খলিলুর রহমান, সদর হাসপাতারের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহ, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, হাসপাতালের প্রধান সহকারী বজলুর রশীদ, সাবেক ছাত্রনেতা জামাল ফকির, ছাত্রনেতা আসাদুজ্জামান শাওন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, সদর উপজেলার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মামুন খান, যুবলীগ নেতা জাকির দেওয়ান, জসিম দেওয়ান, আবুল কালাম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : ৩১শে জুলাই বুধবার দুপুরে আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার নির্বাচনী এলাকায় যদি কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তাহলে তার চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষনা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের মাঝে তরল খাবার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য