
শরীয়তপুর প্রতিনিধি,
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা খোকা বেপারীর বাড়িতে হামলা চলিয়েছে প্রতিপক্ষ মোস্তাফিজ সরদারের সন্ত্রাসীরা। এ হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরা নিয়ে কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খোকা বেপারী ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ সরদারের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। গতকাল রবিবার সন্ধ্যায় কুচইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ সরদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী খোকা বেপারীর বাড়িতে হামলা চালায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় খোকা বেপারীর সমর্থক মাহবুব পাটোয়ারী, বাবুল হাওলাদার ও জাকু ফকিরসহ ৭/৮ জন আহত হয়। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের নেতা খোকা বেপারী জানায়, আমার ভাই কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর থেকেই সাধারণ সম্পাদক মোস্তাফিজ সরদার আমার ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়ার পর থেকেই নানা ভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। গতকাল পরিকল্পিত ভাবে দুই শাতাধিক সন্ত্রসী নিয়ে আমাদের পুরান বাড়িতে হামলা চালায়। এ হামলায় আমাদের ৭/৮ জন আহত হয়েছে। গোসাইরহাট থানায় ফোন দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ সরদার বলেন, নদীতে মাছ ধরা জেলেদের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় খোকা বেপারীর সন্ত্রাসীরা আমার লোকজনের উপর হামলা চালিয়েছে। এতে ৩/৪ জন আহত হয়েছে। তাদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও নদীতে মাছ ধরা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখানো মামলা হয়নি।
আপনার মন্তব্য