
স্টাফ রিপোর্টার
জাতীয় এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় সিভিল সার্জন অফিসের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ এস.এম আবদুল্লাহ আল মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কর্মশালায় উপস্থিত ছিলেন এমও সিএস ডাঃ সৈয়দা শাহিনুর নাজিয়া, ডাঃ এস.এম মাসুদ হাসান, জেলা ইপিআই সুপারেন্টটেন্ড মোঃ মোজাম্মেল হক সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ এস.এম আবদুল্লাহ আল মুরাদ জানান, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন চলবে। এতে শুণ্য থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৭শ ৮২ জন শিশু, শুণ্য থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭২ হাজার ৮শ ১৬ জন শিশু, ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪শ ৭৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৩ হাজার ৬শ ৮৮ জন শিশু, ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৬৩ হাজার ১শ ৬২ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় ১ হাজার ৬শ ১৯টি টিকাদান কেন্দ্র রয়েছে। এই টিকাদান কেন্দ্রে ২শ ৫৬ জন স্বাস্থ্য সহকারী এবং ৩ হাজার ২শ ৫৬ জন স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক টিকাদানের কাজে নিয়োজিত থাকবেন।
আপনার মন্তব্য