আবদুল বারেক ভূইয়া
“পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধিও বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে দুই দিন ব্যাপী শুরু হয়েছে পরিবার পরিকল্পনা মেলা। ২৮মার্চ বুধবার সকাল ১১টায় শরীয়তপুর উপজেলা চত্বরে জেলা প্রশাসক কাজী আবু তাহের এ মেলার উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপত্বি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নির্মল চন্দ্র দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল হান্নান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ সহকারী পরিচালক ডাঃ জাকির হোসেনসহ জেলার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য