
স্টাফ রিপোর্টার
“এবার আওয়াজ তুলুন” এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণশুনানী শুরু হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলা সভা কক্ষে এ গণশুনানী শুরু হয়।
শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার।
গণ শুনানীটির আয়োজন করেছেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর এবং সার্বিক সহযোগিতা করছেন জেলা প্রশাসন, শরীয়তপুর। চলমান গণশুনানীতে শরীয়তপুর জেলায় কর্মরত বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক সহ সর্বস্তরের জনগন অংশ নিয়েছে।
এই গণশুনানী বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন দুর্নীতি প্রতিরোধ কমিটি শরীয়তপুর শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান।
আপনার মন্তব্য