
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের সরকার রেড জোন হিসেবে যে ৫০টি জেলাকে ঘোষণা দিয়েছে তার মধ্যে শরীয়তপুর জেলা অন্যতম। তবে রেড জোনের আওতাধীন কোন কোন এলাকা থাকবে তা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বা এলাকা চিহ্নিত করা হয়নি। এমন কি, কী ভাবে বাস্তবায়ন করা হবে এটাও জানে না সাধারন মানুষ।
তবে শরীয়তপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২শ ৯৫ জন।
নতুন করে আক্রান্ত হয়েছে শরীয়তপুর সদর পৌরসভার ২ জন, আঙ্গারিয়া ইউনিয়নের ১ জন, নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ২ জন, নড়িয়া পৌরসভার ১ জন, ভেদরগঞ্জ পৌরসভার ৩ জন, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৪ জনসহ মোট আক্রান্ত ১৩ জন।
জেলায় মোট সুস্থ হয়েছে ১শ ৩৫ জন। জেলায় মোট এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জন । প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ভর্তি আছে ৪ জন এবং নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৫ জন। এ জেলায় সন্দেহভাজন নমুনা সংগৃহীত হয়েছে ৪ হাজার ২শ ৭৬টি, এতে ফলাফল হাতে এসেছে মোট ৩ হাজার ৮শ ৪৭ জনের।
এ বিষয়টি শরীয়তপুর জেলার করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ফোকাল পার্সন ডাঃ আব্দুর রশিদ নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য