
স্টাফ রিপোর্টার
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশে সদর উপজেলার পক্ষ থেকে কীর্তিনাশা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনা মূল্যে টিন এবং নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।
২৬ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন এবং শরীয়তপুর পৌরসভার ১৮টি পরিবারকে এ টিন এবং নগদ টাকার চেক বিতরণ করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ স্ব-শরীরে উপস্থিত থেকে এ টিন এবং নগদ টাকার চেক বিতরণ করেন।
ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হচ্ছে, আংগারিয়া ইউনিয়নের সালেহা বেগম, তুলাসার ইউনিয়নের আবদুর রব সরদার, মোঃ আফজাল হোসেন, মোঃ মনির হোসেন, নান্নু আকন, আইয়ুব আলী আকন, সামর্তবান বেগম, শহিদুল ইসলাম, মোসাম্মৎ জাহানারা বেগম, শাহিদা, মোঃ মোখলেছ ফকির, শেফালী বেগম, চুন্নু আকন, শরীয়তপুর পৌরসভার আবদুল করিম খান, মফিজুল ইসলাম কাজী, মফিজুল ইসলাম, চাঁন মিয়া হাওলাদার, এবং মোঃ হানিফ হাওলাদার।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী আবদুল আজিজ, ইকবাল হোসেন অপু এমপি’র এপিএস জামাল ফকির, ছাত্রনেতা আসাদুজ্জামান শাওন, অফিস সহকারী গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য