স্টাফ রিপোর্টার
জানুয়ারীর প্রথম সপ্তাহে একনেক সভায় অনুমোদন দেয়া হয় শরীয়তপুরের নড়িয়া, জাজিরা এবং ভেদরগঞ্জ ইউনিয়নে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প। ঘনিয়ে আসছে বর্ষা মৌসুম। তাই দাপ্তরিক কাজ শেষ করে কবে নাগাদ প্রকল্পের কাজ শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এতে এবারও ভাঙ্গনের আতঙ্ক রয়েছে স্থানীয়দের মধ্যে। এবারও বর্ষা শুরু হওয়ার আগেই পদ্মায় ভাঙ্গন শুরু হয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার নদীর তীরবর্তী লাখো মানুষ। ২০১৬ সালের ভয়াবহ বন্যায় ভাঙ্গনের তীব্রতা এবং ক্ষতিগ্রস্থ মানুষের দাবীর মুখে এ বছরের ২ জানুয়ারী একনেক সভায় এক হাজার ৯৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় পদ্মার ডান তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের জন্য। কিন্তু সাড়ে চার মাস পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শুরু হয়নি। এতে আতংকিত হয়ে পড়েছেন পদ্মার তীরে বসবাসকারী জনগন। বর্ষা মৌসুমের আগেই বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং অবরোধের মতো কর্মসূচিও পালন করেছেন শরীতপুরের বিভিন্ন এলাকার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, নৌবাহিনীর মাধ্যমে কাজটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের অনুমোদন পেতে সময় আরও কয়েক মাস সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বর্ষা মৌসুমের আগেই পদ্মার তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের।
শরীয়তপুরে পদ্মার ডান তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু নিয়ে সংশয়
এপ্রিল ২৯, ২০১৮ , ১৯:২১
আপনার মন্তব্য