
জান্নাতুল শাহানাজ রতনা,
শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রবাসীর করা এক পর্নোগ্রাফি মামলায় রাজীব তালুকদার (৩০) নামে ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ।
রাজীব তালুকদার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের শওকত হোসেন তালুকদারের ছেলে। তিনি নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে ভেদরগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে পালং মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
পালং মডেল থানা সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার প্রবাসী বাদল তালুকদার গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউপি সদস্য রাজীব তালুকদারসহ তিনজনকে আসামি করে শরীয়তপুর আদালতে পর্নোগ্রাফি আইনে মামলাটি করেন।
বাদীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির কথা মামলায় উল্লেখ করা হয়েছে। আদালত পিটিশন মামলাটি পালং মডেল থানা পুলিশকে রেকর্ড করার জন্য নির্দেশ প্রদান করেন। পরে বৃহস্পতিবার রাজীব তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করি। অভিযান চালিয়ে প্রধান আসামি রাজীবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য