
আবদুল বারেক ভূইয়া
শরীয়তপুরে প্রধান ডাকঘর ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন।
৫ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১টায় পালং মধ্যবাজার এ ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করা হয়।
ডাক অধিদপ্তর ঢাকা বিভাগের মহা পরিচালক সুশান্ত কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আবদুল মোমেন এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা দক্ষিণাঞ্চলের পোষ্টমাষ্টার জেনারেল বাহিজা আক্তার। এ সময় জেলায় কর্মরত ডাক বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য