স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় পালং বাজার পুরাতন টিএনটি অফিস সংলগ্ন নূর মোহাম্মদ কোতোয়ালের চেম্বার এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং প্রবীণ রাজনীতিবিদ নূর মোহাম্মদ কোতোয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ভোজেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাসুক আলী দেওয়ান এবং পালং তুলাসার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুকুল চন্দ্র রায়। সভায় মাসুক আলী দেওয়ান “বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ” কি এবং কেন তার ব্যাখ্যা করেন।
পরে শরীয়তপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং প্রবীণ রাজনীতিবিদ নূর মোহাম্মদ কোতোয়ালকে সভাপতি এবং ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ভোজেশ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাসুক আলী দেওয়ানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট “বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ” শরীয়তপুর জেলা শাখার একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সহ-সভাপতি এ্যাডভোকেট রাশেদুল হাসান (মাসুম), সরদার মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবদুস সামাদ বেপারী, কোষাধ্যক্ষ অণিক ঘটক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুকুল চন্দ্র রায়, সাংস্কৃতিক সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে যারা রয়েছেন তারা হলেন, আসমত আলী খান, এ্যাডভোকেট বজলুর রশীদ আখন্দ, আবদুস সোবহান মাদবর, মোঃ খালেকুজ্জামান, আমির হোসেন, এ্যাডভোকেট মতিউর রহমান এবং মোঃ ইউনুছ দেওয়ান।
এ সময় আইনজীবী, সাংবাদিক, অবসর প্রাপ্ত কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য