স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাকাব্বীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন সিকদার, সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মাহমুদ আল হাসান, মোঃ আমিনুল ইসলাম, শেখ জাবের আহমেদ, মোঃ বেলাল হোসেন, শরীয়তপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী হোসেন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আবদুস সামাদ তালুকদার, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.এ ওয়াদুদ মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শিবনাথ কুমার সাহা, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়জুল বারি, জেলা ক্রীড়া কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা সমবায় অফিসার মোঃ জহিরুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ আবদুর রহমান, জেলা মার্কেটিং অফিসার মোঃ ইউসুফ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজাতুন আসমা, জেলা তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দিন, সোস্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক শামীম খন্দকার, ক্যাব এর সভাপতি বিল্লাল হোসেন খান, এস.ডি.ও’র নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, আংগারিয়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ আমির হোসেন, আংগারিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর সঞ্জিব নাগ, ব্র্যাক প্রতিনিধি জিয়াউদ্দিন আহমেদ, এসডিএস প্রতিনিধি অমলা দাস, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল এবং দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী স্বাগত বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য