
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আর সেই উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবদুল মোমেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এবং শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনে আমরা স্বাধীন হয়েছি। যে মানুষটির কারণে আজ আমরা স্বাধীন, তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। তিনি না থাকলে আজ আমরা স্বাধীন হতাম না। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার পেতাম না। আমরা সেই নেতার প্রতি বিন¤্র শ্রদ্ধ ও সালাম জানাই।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নতির শিখরে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন সোনার বাংলার। আর সেই সোনার বাংলাকে গড়ার জন্য সরকার ভিষন ২০২১ ঘোষনা করেছেন। আর সেই ভিষন ২০২১ সফলের জন্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজ যদি ভিষন ২০২১ সুন্দর ভাবে সফল করতে পারি তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।
এ সময় জেলায় অবস্থিত বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আপনার মন্তব্য