আবদুল বারেক ভূইয়া
শরীয়তপুর সদর উপজেলার উপুড়গাঁও গ্রামে সজীব সরদার (১৯) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আর এদিকে নিহতের বাবার অভিযোগ জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরেই হত্যা করা হয়েছে তার সন্তানকে।
নিহত সজীব পেশায় একজন রিকশা চালক এবং শরীয়তপুর পৌরসভার নীলকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সজীব বুধবার রাতে রিকশা নিয়ে বের হয়ে যায়। রাত ১১টা পর্যন্ত বাসায় না ফেরায় সজীবকে ফোন করেন তার বাবা। কিন্তু অনেকবার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। রাত পৌনে ১২টার দিকে আংগারিয়া গুচ্ছগ্রামের কাছে রাস্তার পাশে তার রিকশাটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সকালে উপুড়গাঁও গ্রামের একটি ফসলি জমিতে সজীবের গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত সজীবের বাবা আব্দুল কুদ্দুস সরদার বলেন, ‘কারা আমার ছেলেকে খুন করেছে জানিনা। তবে মতি মুন্সির সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। তিনি দীর্ঘদিন ধরে এখান থেকে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করছেন। এ কারণেও আমার ছেলেকে মেরে ফেলা হতে পারে।
পালং মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে সজীবের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য