আবদুল বারেক ভূইয়া
শরীয়তপুর সদর উপজেলার উপুরগাঁও গ্রামে রিকশাচালক সজীব সরদার হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৭ মার্চ, মঙ্গলবার ভোর ৫টায় দুজনকে গ্রেফতার করা হয়। ২৮ মার্চ, বুধবার শরীয়তপুরের পালং মডেল থানার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপুরগাঁও গ্রামের রেজাউল হক বেপারী (৪২) ও জাহাঙ্গীর হোসেন দেওয়ান (৩০)।
সংবাদ সম্মেলনে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় ওসি (তদন্ত) হুমায়ুন কবির, আংগারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল বিশ্বাস ও উপ-পরিদর্শক (এসআই) রূপু কর উপুরগাঁও গ্রামের মানিক মিয়ার ইটের ভাটায় অভিযান চালিয়ে আসামি জাহাঙ্গীর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। আর রেজাউল হক বেপারীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত দুজন বিকেল ৪টায় জেলার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম মুক্তা রাণী ও রূপা আক্তারের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ২২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপুরগাঁও গ্রামের একটি ফসলি জমিতে সজীবের গলা কাটা লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সজীবের লাশটি উদ্ধার করেন।
নিহত সজীব শরীয়তপুর পৌরসভার নীলকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস সরদারের ছেলে। তার পরিবার সূত্রে জানা যায়, ২১ মার্চ, বুধবার রাতে রিকশা নিয়ে বের হন সজীব। রাত ১১টা পর্যন্ত বাসায় না ফেরায় তাকে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
রাত পৌনে ১২টার দিকে আংগারিয়া গুচ্ছ গ্রামের রাস্তার পাশে সজীবের রিকশাটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকাল সাড়ে ৮টায় স্থানীয়রা উপুরগাঁও গ্রামের একটি ফসলি জমিতে তার গলা কাটা লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
শরীয়তপুরে রিকশাচালক হত্যা মামলায় দুজন গ্রেফতার
মার্চ ২৮, ২০১৮ , ২২:১০
আপনার মন্তব্য