মোঃ জাভেদ শেখ
“দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না” এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা এবং সততা ষ্টোরের উদ্বোধন করা হয়েছে।
শরীয়তপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ফরিদপুর সজেকা দুর্নীতি দমন কমিশন আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল এবং আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল।
জেলা দুর্নীতি দমন কমিটি’র সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন খান। এ সময় ভাষা সৈনিক জালাল উদ্দিন আহমেদ, সাংবাদিক মাহবুবুল রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আসমত আলী খান উপস্থিত ছিলেন। পরে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আংগারিয়া উচ্চ বিদ্যালয়ে সতাতা ষ্টোরের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
আপনার মন্তব্য