
শরীয়তপুর থেকে আবদুল বারেক ভূইয়া,
শরীয়তপুরের নড়িয়া উপজেলার গাগ্রীজোড়া গ্রামে আড়াই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আলাল শেখ (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল সাড়ে তিনটায় শিশুটি ধর্ষণের শিকার হয়। ধর্ষক আলাল দুই সন্তানের জনক। এ ঘটনায় এলাকায় তোলপার শুরু হয়েছে।
শিশুটির মা ময়না বেগম জানায়, আমার মেয়ে বাড়ির উঠানে খেলাধূলা করছিলো। তখন প্রতিবেশী মোছলেম শেখের ছেলে আলাল শেখ আমার মেয়েকে ঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। কিছুক্ষণ পর মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে আসে। তখন সে জানায়, তার ব্যাথা করছে এবং পা বেয়ে রক্ত ঝড়ছে। এ ঘটনাটি আমি তাৎক্ষণিক ভাবে আমার স্বামীকে জানাই। তখন সে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানালে তারা আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করে। আমি একজন মা। আমার শিশু সন্তানের এ অবস্থা যে করেছে, আমি তার বিচার চাই।
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১১টায় ধর্ষণের শিকার হয়ে আসা আড়াই বছরের এক শিশুকে ভর্তি করা হয়েছে। শিশুটি এখন হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। যখন শিশুটিকে হসপাতালে নিয়ে আসে তখন শিশুটির অবস্থা আশংকাজনক ছিলো। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। আশা করছি সে দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।
এ ব্যাপারে নড়িয়া থানার এস.আই ইমরান হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে আলাল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও কোন মামলা দয়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য