
স্টাফ রিপোর্টার
শরীয়তপুর সদর উপজেলার আটং গ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। এসময় অনুমতি না থাকায় একটি ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়াসহ ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুুর রহমান শেখ ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক মোঃ তুহিন আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ইটভাটা তৈরি, ইট বানানো ও পোড়ানোসহ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি একটি ইটভাটার ম্যানেজার। এসময় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে ইটভাটা তৈরি এবং পরিবেশ আইনে ২ লাখ টাকা জরিমানা ও ইটভাটাটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগী পুলিশের নেতৃত্বে ছিলেন এসআই আতাউর রহমান।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ জানান, সারাদেশে অবৈধভাবে চালানো ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছি। একটি ইটভাটার কোনো প্রকার লাইসেন্স না থাকায় তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাটি ভাঙ্গার কার্যক্রম চলছে।
আপনার মন্তব্য