
স্টাফ রিপোর্টার
তফসিল ঘোষণার পূর্ব থেকেই শরীয়তপুর পৌরসভা নির্বাচনের মৃদু বাতাস বইতে ছিলো। তফসিল ঘোষণার পর সে বাতাস আরো জোরে সোরে বইতে শুরু করেছে।
সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া প্রার্থনা করার পাশাপাশি হরেক রকমের পোষ্টার, ফেস্টুন লাগিয়ে দোয়া চাইছেন। কোন কোন সম্ভাব্য প্রার্থীরা ভোটারের বাড়ি গিয়ে উঠান বৈঠক করছেন। দিচ্ছেন বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি।
এদিকে পাড়া মহল্লার হোটেল বা চায়ের দোকানে চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। কে হচ্ছেন পরবর্তী পৌর পিতা।
অপরদিকে রাজনৈতিক দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন লাভের আশায় লবিং শুরু করছেন। ইতিমধ্যে সরকার দলীয় সম্ভাব্য প্রার্থীরা মেয়র হিসেবে দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর শরীয়তপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেব মতে চলতি বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২য় ধাপে ৬১ পৌর সভা নির্বাচনী তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপের নির্বাচনে শরীয়তপুর পৌরসভার নির্বাচনী তফসিল দেয়া হয়েছে। এখানে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আওয়ামীলীগ ও বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা মুখী হয়েছেন। তারা দলীয় শীর্ষ নেতা ও দলীয় এমপিদের সাথে দেখা সাক্ষাত করে তদবীর করছেন।
শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি নুরুল আমিন কোতোয়াল, বর্তমান মেয়র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সি, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ বাচ্চু বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড় এবং এ্যাডভোকেট পারভেজ রহমান জন এর নাম শোনা যাচ্ছে। অপরদিকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান ও পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট লুৎফর রহমান ঢালির নাম শোনা যাচ্ছে। আর জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাহিদ সরদার।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ব্যানার পোষ্টার বিলবোর্ড দিয়ে তাদেরকে প্রার্থীতার কথা জানিয়ে দিয়েছেন। পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে দেখা সাক্ষাত করে চলছেন। গত ২ ডিসেম্বর ২য় ধাপে নির্বাচনী তফসিলে শরীয়তপুর পৌরসভার নাম শোনার সাথে সাথে প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন। সারাক্ষণ শহরে বিভিন্ন দোকাপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ হাটবাজারে একই কথা একই আলোচনা কে হবেন নৌকার মাঝি আর কে হবেন পরবর্তী পৌর পিতা। দেখার অপেক্ষায় ভোটাররা।
আগামী ২০ ডিসেম্বর শরীয়তপুর পৌরসভার নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। আগামী ১৬ জানুয়ারী ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য