
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং সেই সাথে আরও পাঁচজন আহত হয়েছে।
শরীয়তপুর-ঢাকা মহাসড়কের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের সাকিম আলী চৌকিদার কান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। তখন বাসটির মালিক বাসের নীচে চাঁপা পরে নিহত হয়। আর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটির মালিকের নাম জাহাঙ্গীর হাওলাদার (মাইজ্জা ভাই)। তিনি নড়িয়া উপজেলার ফতেহজঙ্গপুর গ্রামের আমজাত আলী হাওলাদারের ছেলে। জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর সোয়া ১টার দিকে হাওলাদার পরিবহন নামের একটি বাস জাজিরা মাঝির ঘাট থেকে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিল। জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের সাকিম আলী চৌকিদার কান্দি এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তখন বাসে থাকা বাসের মালিক জাহাঙ্গীর হাওলাদার (মাইজ্জা ভাই) বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম সরকার বলেন, বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য