স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের প্রাণপুরুষ, বরেণ্য সাহিত্যিক এবং সমাজ সংস্কারক কবি রথীন্দ্র কান্ত ঘটক চৌধুরীর ৯৮তম জন্মদিন এবং লোকসঙ্গীতের প্রবাদ পুরুষ বিচার গান সম্রাট আবদুল হালিম বয়াতির স্মরণে দুইদিন ব্যাপী “রথীন্দ্র-হালিম লোক উৎসব” শুরু হয়েছে।
৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের সহযোগিতায় এবং রথীন্দ্র স্মৃতি পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এ লোক উৎসব শুরু হয়।
রথীন্দ্র স্মৃতি পরিষদের সভাপতি এম.এম জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে “রথীন্দ্র-হালিম লোক উৎসব” উদ্বোধন করেন প্রখ্যাত লোক সঙ্গীত গবেষক সাইদুর রহমান বয়াতি।
লোক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোক সঙ্গীত গবেষক ডাঃ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর সাবেক উপ-পরিচালক শফিকুর রহমান চৌধুরী, রথীন্দ্র স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর দেবনাথ এবং শরীয়তপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আলী আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রথীন্দ্র কান্ত ঘটক চৌধুরীর ছোট ছেলে এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল হালিম বয়াতির ছেলে নিশান এবং রথীন্দ্র স্মৃতি পরিষদের সহ-সভাপতি এম.এম আলমগীর।
অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এ্যাডভোকেট আজিজুর রহমান রোকন এবং বেসরকারী টেলিভিশন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এস.এম মজিবর রহমান।
বক্তারা কবি রথীন্দ্র কান্ত ঘটক চৌধুরী এবং লোকসঙ্গীতের প্রবাদ পুরুষ আবদুল হালিম বয়াতির বৈচিত্রময় জীবনের স্মৃতিচারণ করেন। এসময় জেলার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য