স্টাফ রিপোর্টার
“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।
৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর কালেক্টরেটের সামনে অবস্থিত আম্রকাননে এ মেলা শুরু হয়।
৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসন সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলার বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং জেলার অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
পরে শরীয়তপুর জেলা প্রশাসন ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে শরীয়তপুর কালেক্টরেটের সামনে অবস্থিত আম্রকাননে এক আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি.এম মোজাম্মেল হক, সাবেক ডেপুটি স্পিকার এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) শওকত আলী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন কোতোয়াল, পুলিশ সুপার আবদুল মোমেন, সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান, শরীয়তপুর সরকারী কলেজের প্রিন্সিপ্যাল মোঃ মনোয়ার হোসেন, সরকারী গোলাম হায়দার মহিলা কলেজের প্রিন্সিপ্যাল মোঃ রেজাউল করিম, ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিচ মাজেদা শওকত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার।
এ সময় শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, বিএমএ’র জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের মহিলা সদস্য এ্যাডভোকেট রওশন আরা, মহিলা সদস্য আসমা আক্তার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড় সহ জেলা প্রশাসনের এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য