
আবদুল বারেক ভূইয়া
শরীয়তপুর জেলার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সেই উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া মিলনায়তনে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজী শরীয়তুল্লাহ আলোকিত শরীয়তপুরের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভায় অতিথি হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার সভাপতি এম.এ ওয়াদুদ মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি এ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, নিরাপদ সড়ক চাই এর জেলা সভাপতি এ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র জেলা সভাপতি ইসমাইলী, কবি সুপ্তা সহ সাংবাদিক, কবি, সাহিত্যিক, আইনজীবীসহ জেলার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিকে সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন সাংবাদিক সুজন খান।
আপনার মন্তব্য