স্টাফ রিপোর্টার
শরীয়তপুর জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন মঙ্গলবার শরীয়তপুর পুলিশ লাইন্স মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আবদুল মোমেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য বি.এম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাউর রহমান, বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী।
এ সময় শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মান্নান হাওলাদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসেম তপাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মির্জা হযরত আলী সাইজী, গর্ভমেন্ট প্লিডার (জিপি) এ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আল মামুন সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার সহকারী কমিশনার মোঃ কামরুল হাসান সোহেল, পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মঞ্জুরুল হক আকন, ওসি ডিবি সুব্রত সাহা, ডি.আই.ওয়ান মোঃ আসাদুজ্জামান, ডি.আই.টু আজহারুল ইসলাম, জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটবৃন্দ সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এনজিওজীবী, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইফতার গ্রহণের পূর্বে সৃষ্টিকর্তার কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবার বর্গের রূহের মাগফেরাত কামনাসহ দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
আপনার মন্তব্য