স্টাফ রিপোর্টার
শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে মঙ্গলবার জেলা সার্কিট হাউজ ময়দানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য বি.এম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ার হোসেন, জেড.এইচ সিকদার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টোর জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী।
এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন, গোসাইর হাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আর.এম সেলিম শাহ নেওয়াজ, ডামুড্যা উপজেলাল ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এনজিওজীবী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
ইফতার গ্রহণের পূর্বে সৃষ্টিকর্তার কাছে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
আপনার মন্তব্য