
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু’র সদ্য প্রায়ত মা সৈয়দা আঞ্জুমান নাহার এর রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১জুন শনিবার শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মাঠ প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম (ভিপি সালাম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুর রব মুন্সি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং শরীয়তপুর পৌরসভার প্রথম সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অুল কুমার দে এবং শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র এ বি এম গিয়াস উদ্দিন পাহাড়।
এ সময় জেলা যুবলীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর মৃধা, সাধাধারণ সম্পাদক নুহুন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, যুবনেতা জহিরুল ইসলাম জুয়েল, এ্যাভোকেট আসাদুজ্জামান শাওন, আলমগীর হোসেন, সুমন খান সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, তাঁতীলীগ এবং মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ এবং দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়।
আপনার মন্তব্য