
জান্নাতুল শাহনাজ রতনা
শরীয়তপুর পৌরসভার ৯৫ জন নিম্ন আয়ের হতোদরিদ্র ভ্যানচালক, রিকশা চালক, অটো রিকশা চালক এবং চা বিক্রেতার মাঝে দশ কেজি চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ২৯ মার্চ সকাল দশটায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগিতায় শরীয়তপুর পৌরসভা কার্যালয় থেকে এ পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ স্ব শরীরে উপস্থিত থেকে এ পণ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে যে সমস্ত হতো দরিদ্র নিম্ন আয়ের মানুষ, যারা বাহিরে বের হতে পারছেন না, আয় রোজগার কমে গেছে, সে সমস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগিতায় এসব বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় শরীয়তপুর পৌরসভার সকল কাউন্সিলরগণ সহ ত্রাণ শাখার অফিস সহকারী মোঃ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য