মোঃ নাসির খান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশায় শরীয়তপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন চান শরীয়তপুর জেলা মহিলা দল সভানেত্রী আসমা-উল-হোসনা। ইতোমধ্যে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন দল তাকে মনোনয়ন দিলে তার নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকে ভাল ফলাফল করবে এবং বিএনপিকে এ আসনটি উপহার দেয়া সম্ভব হবে।
আসমা-উল-হোসনা ছাত্রদল থেকে শুরু করে বিএনপি’র বিভিন্ন শাখার দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রদলের সভানেত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সাল থেকে আসমা-উল-হোসনা শরীয়তপুর জেলা মহিলা দল সভানেত্রী হিসাবে তায়িত্ব পালন করে আসছেন। আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের আমলে তার গুলশানের বাস ভবনে অবরুদ্ধ থাকাকালিন আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে গুলশান থানায় একটি মামলায় এজহার ভুক্ত আসমী হন তিনি।
এর আগে আসমা-উল-হোসনা জিয়া শিশু বিষয়ক সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি’র জাতীয় কর্মসূচিসহ শরীয়তপুর জেলার প্রতিটি আন্দোলনে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।
তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পদক পেয়েছেন। আসমা-উল-হোসনা ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের নওগাঁও গ্রামের ডাঃ মফিজুর রহমান স্বপনের সহধর্মীনি। তিনি একজন নারী হিসেবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে দাবী তার অনুসারী নেতাকর্মীদের।
আসমা-উল-হোসনা বলেন, আমি ছাত্রজীবন থেকে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত আছি। এলাকার মানুষের জন্য কাজ করে ভালোবাসা অর্জন করতে চাই। আমি আশাকরি দল আমাকে মনোনয়ন দিবে। আগামী জাতীয় নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে সকলে মিলে মিশে এই আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
আপনার মন্তব্য