
জান্নাতুল শাহানাজ রতনা
পবিত্র মাহে রমজান উপলক্ষে জননেতা ইকবাল হোসেন অপু এমপির নির্দেশে শরীয়তপুর সদর উপজেলার ১শ শারীরিক ও মানষিক প্রতিবন্ধি পরিবারকে ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন।
২৫ এপ্রিল শনিবার সকাল ১০টায় নিরালা থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যে সকল লোকজন খাদ্য সামগ্রী নিতে আসতে পারেনি পরবর্তীতে তাদের বাসায় ঐ সকল খাদ্য সামগ্রী পৌছে দেয়ার ব্যবস্থা করেছেন তিনি।
আর এ খাদ্য সামগ্রী বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন মুন্সি, ছাত্রনেতা আসাদুজ্জামান শাওন উপস্থিত ছিলেন।
শরীয়তপুরে করোনা মহামারী আকার ধারণ করেছে। করোনার বিস্তার রোধ এবং করোনায় যেন কোন লোক আক্রান্ত করতে না পারে সেজন্য গত ২৬ মার্চ থেকে সরকারী ভাবে শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউন ঘোষণার কারণে সমস্যায় পরেছেন নিম্ন আয়ের হতোদরিদ্র ভ্যানচালক, রিকশা চালক, অটো রিকশা চালক, চা বিক্রেতা সহ দিন মজুর এবং খেটে খাওয়া সাধারণ মানুষ।
“মানুষ মানুষের জন্য’’ এই শ্লোগানকে সামনে রেখে ঐসকল নিম্ন আয়ের হতোদরিদ্র ভ্যানচালক, রিকশা চালক, অটো রিকশা চালক এবং চা বিক্রেতা সহ দিন মজুর, খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জননেতা ইকবাল হোসেন অপু এমপি। তারই নির্দেশে শরীয়তপুর সদর উপজেলার ১শ শারীরিক ও মানষিক প্রতিবন্ধি পরিবারকে ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই খাদ্য সামগ্রী পাওয়ার পর ঐ সকল নিম্ন আয়ের হতোদরিদ্র ভ্যানচালক, রিকশা চালক, অটো রিকশা চালক এবং চা বিক্রেতা সহ দিন মজুর, খেটে খাওয়া সাধারণ মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।
খাদ্য সামগ্রী বিতরণের আয়োজক শরীয়তপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন বলেন, বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, তখন আমি জননেতা ইকবাল হোসেন অপু এমপির নির্দেশে শরীয়তপুর সদর উপজেলার ১শ শারীরিক ও মানষিক প্রতিবন্ধি পরিবারকে ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতে আরও খাদ্য সামগ্রী বিতরণ করার ইচ্ছে আছে।
আপনার মন্তব্য