এইচ এম বাদল
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও শুক্তাগড় গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে সিদ্দিক মিয়া (৪৫) কে পিটিয়ে গুরুতর জখম করেছে। ১৪ এপ্রিল শনিবার উপজেলার শুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। সিদ্দিক মিয়া বর্তমানে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত সিদ্দিক মিয়া জানান, গত কয়েকদিন আগে একই এলাকার মৃত রাহেন উদ্দিনের দুই ছেলে আলাল ও দুলাল এদের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ থাকায় তাদের মিমাংসা করার জন্য আলাল আমাকে শালিসদার হিসেবে মনোনীত করেন। কিন্তু শালিসের রায় দুলালের মনপুত না হওয়ায় দুলালের স্ত্রী রাশিদা, ছেলে তারেক হোসেন নান্টু ও রুবেল, মেয়ে নাজমিন এবং উপজেলার শুক্তাগড় গ্রামের মৃত আবদুল কাদের মাঝির ছেলে নুরুজ্জামান ও কামরুল আমার উপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য